স্পিকারের কার্যালয়ে শপথ নেবেন এরশাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে শপথ নেবেন। তাকে শপথ পাঠ করানোর জন্য জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে, ৯ জানুয়ারি সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের অধিকাংশই জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ নিয়েছেন। এরশাদ শপথ নেবেন জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে।
তবে তিনি কখন শপথ নেবেন তা জানা যায়নি। শনিবার যে কোনো সময় তিনি শপথ নিতে পারেন। তাকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য সিএমএইচে একটি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মুখপাত্র ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ দ্য রিপোর্টকে জানান, স্যার এখন সুস্থ বোধ করছেন। তিনি ইচ্ছা করলে আজকেও শপথ নিতে পারেন।
৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির ৩৩ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৯ জানুয়ারি ৩১ জন শপথ নিলেও, শপথ নেওয়া থেকে বিরত থাকেন হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান।
(দ্য রিপোর্ট/ আরএইচ/ সাআ/ কেএন/এএল/জানুয়ারি ১১, ২০১৪)