বিক্ষোভ ঠেকাতে যশোরে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ
যশোর সংবাদদাতা : বিএনপির বিক্ষোভ সমাবেশ ঠেকাতে শনিবার সকালে দলটির জেলা কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
পরে নেতাদের তাৎক্ষণিক সিদ্ধান্তে দলীয় কার্যালয়ের পরিবর্তে হাজী মুহম্মদ মুহসীন সড়ক থেকে মিছিল বের হয়।
নগর বিএনপি সভাপতি ও পৌরসভার মেয়র মারুফুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও একই সময় গণজাগরণ মঞ্চের কর্মসূচি থাকায় সকালে বিএনপির বিক্ষোভ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু কর্মসূচি শুরুর আগেই বিপুলসংখ্যক পুলিশ দলীয় কার্যালয় ঘিরে ফেলে। তারা বিএনপি অফিসের সামনের রাস্তায়ও জনচলাচল বন্ধ করে দেয়। পরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে হাজী মুহম্মদ মুহসীন সড়ক থেকে মিছিল বের করা হয়।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বিএনপি মিছিল বের করলে নাশকতা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
তবে জেলা পুলিশের মুখপাত্র এএসপি (সদর সার্কেল) রেশমা শারমিন বলেন, গণজাগরণ মঞ্চের কর্মসূচির কারণে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়ে থাকতে পারে।
(দ্য রিপোর্ট/জেএম/এএস/আরকে//জানুয়ারি ১১, ২০১৪)