দ্য রিপোর্ট ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পেসার জেমস প্যাটিনসনকে দলের বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রবিবার সিরিজের প্রথম ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সফরকারীদের বিপক্ষে খেলবেন ক্লার্করা।

শুধু প্যাটিনসনই নন; অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহমান বিশ্রাম দিয়েছেন সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ফাস্ট বোলার মিচেল জনসনকে। উদ্বোধনী ম্যাচে খেলবেন না শন মার্শও। তার বদলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধবেন অ্যারন ফিঞ্চ।

ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে রয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বলেছেন, ‘আমরা জানি, ওয়ানডেতে খুবই ভালো দল ইংল্যান্ড। তার পরও টেস্ট সিরিজের মতোই তাদের হারাতে চাই আমরা।’

অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, নাথান কাউল্টার-নাইল, জাভিয়ের ডোহার্টি, জেমস ফুকনার, অ্যারন ফিঞ্চ, ব্রাড হ্যাডিন, ক্লিন্ট ম্যাককাই, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)