দ্য রিপোর্ট প্রতিবেদক : ভোটারবিহীন নির্বাচন ধামাচাপা দিতেই শাসকগোষ্ঠী সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেছেন, ‘ভোটারবিহীন নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন ও জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সাম্প্রদায়িক হামলা করছে আওয়ামী লীগ।’

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ওপর সহিংসতা বন্ধের উপায় নিয়ে গুলিস্তানে জেএসডি কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘আওয়ামী লীগ মনে করে ওরা (সংখ্যালঘু) থাকলে ভোট পাব, চলে গেলে জমি পাব। এ নিয়ে আমাদের মাথা ব্যথার কী আছে। এ হামলায় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যেমন জড়িত, তেমনি শাসক দলও জড়িত। ’

তিনি বলেন, ‘যশোরের অভয়নগর, পাবনা, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় সংগঠিত সহিংসতার তথ্যগুলো বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে এর সঙ্গে আওয়ামী লীগের পরাজিত ও স্বতন্ত্র প্রার্থীরা জড়িত। ভোটারবিহীন নির্বাচনের বিরুদ্ধে তীব্র জনমত ভিন্নদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শাসক দলের মাস্টারমাইন্ডরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।’

সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, বিচার বিভাগীয় তদন্তসহ ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমএ গোফরান, এসএম আনসার উদ্দিন, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কেএম জাভেদ, মোশাররফ হোসেন, কাজী আব্দুস সাত্তার, ফিরোজ আলম মিলন।

(দ্য রিপোর্ট/ সাআ/এমডি/শাহ/ জানুয়ারি ১১, ২০১৪)