শেবাগকে ছেড়ে দিল ডেয়ারডেভিলস!
দ্য রিপোর্ট ডেস্ক : ফর্ম খরায় ভারতীয় দলের বাইরে রয়েছেন অনেক দিন ধরে। ঘরোয়া লিগেও স্বরূপে ফিরতে ব্যর্থ হয়েছেন বীরেন্দর শেবাগ। তাই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। মারকুটে এই ক্রিকেটারকে নিলামে তুলবে ক্লাবটি।
গত মৌসুমেও বড় স্কোর গড়তে পারেননি শেবাগ। ১৩ ম্যাচ খেলে ২৯৫ রান করেছিলেন তিনি। আর ঘরোয়া লিগেও হতাশাজনক পারফর্ম করেছেন তিনি। তাই তাকে আগামী মাসে অনুষ্ঠিত প্রতিযোগিতার নিলামে উঠানোর ঘোষণা দিয়েছে দিল্লি।
গত ২ মাস ধরেই শেবাগকে নিয়ে চিন্তা-ভাবনা করছে দিল্লি কর্তৃপক্ষ। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যদি বিদেশি তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন ও ডেভিড ওয়ার্নারকে দলে রাখতে হয় তবে নিলামে তুলতে হবে শেবাগকে। শেষ পর্যন্ত ফর্মহীন শেবাগকেই নিলামে উঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
(দ্য রিপোর্ট/সিজি/এএল/জানুয়ারি ১১, ২০১৪)