গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কোনাবাড়ীতে স্বাধীন ডাইং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া ৯টার দিকে কোনাবাড়ীর ওই কারখানায় স্ট্যান্ডার্ড মেশিন থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়। আগুনে কারখানার মেশিন ও ফেব্রিক্স পুড়ে যায়।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)