গাজীপুর সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, `মার্কিন যুক্তরাষ্ট্রেও ৪০-৪৫ শতাংশের বেশি ভোট কাস্ট হয় না। সেখানে বাংলাদেশের প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই ৪০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। এর পরও দশম সংসদ নির্বাচনের ভোট কাস্টিংকে তুড়ি বাজিয়ে উড়িয়ে দিতে পারেন না। স্বল্পসংখ্যক ভোট নিয়ে উদ্বেগ বা নৈতিকতার প্রশ্ন তোলা উচিত নয়।’

তিনি বাংলাদেশের দশম সংসদ নির্বাচনে ‘স্বল্পসংখ্যক ভোটে নির্বাচিত সরকারের শপথগ্রহণ’ বিষয়ে মার্কিন কংগ্রেসের উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশের সুশীল সমাজের ‘নৈতিকতার প্রশ্ন’ তোলা নিয়ে এমন মন্তব্য করেন।

টঙ্গীর ইজতেমা ময়দানের টঙ্গী-কামারপাড়া সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে শনিবার সকালে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদ জিয়ার উপদেষ্টা-পরামর্শদাতারা তাকে ভুল পরামর্শ দিয়েছেন, তাদের পরামর্শেই তিনি নির্বাচনে আসেননি। এ ভুলের খেসারত তাকে এবং বিএনপিকে দিতে হবে।

তিনি বলেন, কত সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠিত হবে, কে মন্ত্রিপরিষদে থাকবেন আর কে থাকবেন না, সেটা প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানেন না।

এ ছাড়াও মন্ত্রী জানান, ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে দুই কোটি টাকা ব্যয়ে এক হাজার ৩০০ মিটার দীর্ঘ টঙ্গী-কামারপাড়া সড়ক উন্নয়নকাজ ২০ জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে।

ইজতেমার মুরব্বিগণ, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/এএল/জানুয়ারি ১১, ২০১৪)