দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার দুপুরে ১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০১৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যবসায়িদের প্রতি এ আহ্বান জানান। একই সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তার দলকে যে ম্যান্ডেট দিয়েছে তা নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন- হরতাল-অবরোধের মধ্যেও আমাদের রফতানি বেড়েছে। অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রয়েছে। বিরোধী জোট ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে রফতানি বন্ধ করে দিতে পারেনি। এত জ্বালাও-পোড়াওয়ের মধ্যেও রফতানি ১৮ শতাংশ বেড়েছে।

শেখ হাসিনা বলেন- ‘বাণিজ্য মেলার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য গড়ে ওঠে। বাণিজ্য বৃদ্ধির জন্যে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রী বলেন- ‘দেশের অর্থনৈতিক উন্নতির জন্য অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ করতে হবে। এর জন্য প্রয়োজন দেশের মানুষের কর্মক্ষমতা বাড়ানো।’

তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উদ্ধোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।

পরে প্রধানমন্ত্রী দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন।

(দ্য রিপোর্ট/এআই/এমএআর/আরকে/জানুয়ারি ১১, ২০১৪)