সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও গুলি ছুড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চামড়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম নিপু, যুবদলকর্মী তুহিন, লেলিন, বুলবুল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসমত আলী, ছাত্রদলকর্মী রাসেল, বাবু, ইউসুফ, মিম, ছোট বাবু, হাসান প্রমুখ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এসএস রোডে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে এবং হোসেনপুর এলাকা থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুর নেতৃত্বে দুটি মিছিল বের করা হয়।

হোসেনপুর এলাকা থেকে বের হওয়া মিছিলটি ফজলুল হক রোড হয়ে ঢাকা রোড দিয়ে চামড়াপট্টি এলাকায় পৌঁছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ রাবার বুলেট ও গুলি ছুড়তে থাকে। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের গুলিতে আহত হন অন্তত ১৫ নেতাকর্মী।

(দ্য রিপোর্ট/আরএ/এএস/আরকে/জানুয়ারি ১১, ২০১৪)