যশোর সংবাদদাতা : গণতান্ত্রিক বামমোর্চার কেন্দ্রীয় নেতারা বলেছেন, যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়ায় নির্বাচন পরবর্তী যে সহিংসতা তা বিছিন্ন কোনো ঘটনা নয়। এর দায় এড়াতে সরকার পারে না।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, যশোর অফিসে শনিবার বিকেল ৪টায় ব্রিফিংকালে এ কথা বলেন তারা। চাপাতলা মালোপাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন গণতান্ত্রিক বামমোর্চার কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক আব্দুস সাত্তার।

নেতারা বলেন, পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর, বরিশাল, সাতক্ষীরা সর্বত্রই চলেছে এই দানবীয় সন্ত্রাস। এ সব সন্ত্রাসের সঙ্গে স্থানভেদে আওয়ামী লীগও সম্পৃক্ত।

তিনি বলেন, এই সাম্প্রদায়িক হামলার দায় শাসকগোষ্ঠী এড়াতে পারে না। কেননা, সংখ্যালঘুদের সম্পদ দখল, লুণ্ঠন করতে বুর্জোয়া দলগুলো ধর্মকে সবসময়ই ব্যবহার করে আসছে। এখানে আলাদা করে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টিকে দোষারোপ করে লাভ হবে না।

শুভ্রাংশু চক্রবর্তী বলেন, রাষ্ট্রই জনগণের মধ্যে বিভক্তি তৈরি করে রেখেছে। এখানে ১৮ দল কিংবা মহাজোট তার কায়েমী স্বার্থ চরিতার্থ করতে সন্ত্রাস করে আর মাঝখানে পড়ে জুলুমের শিকার হন দরিদ্র শ্রেণীর মানুষ। সংখ্যালঘুদের ওপর নির্যাতন এরই অংশ।

ফিরোজ আহমেদ বলেন, দেশের যে সব স্থানে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সেখানে মূলত ভোট ও সম্পদের দিক থেকে লাভবান হয়েছে আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত।

ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আফসার আলী, দলের জেলা সেক্রেটারি তসলিমুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএম/এসবি/সা/জানুয়ারি ১১, ২০১৪)