দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন আহত হয়েছে। খবর বিবিসির।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পুলিশ জানিয়েছে, গতরাতে স্থানীয় সময় আড়াইটার দিকে প্রথম বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়। এর কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত পাঁচজন।

এ হামলার ঘটনার আগের দিন সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে গত বছরের নভেম্বর থেকে সরকারবিরোধীরা আন্দোলন চালিয়ে আসছে।

এই পরিপ্রেক্ষিতে ইংলাক সরকার ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক হিসেবে ইংলাক সরকারের অধীনে এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। তাদের দাবি, ইংলাককে ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

ইংলাকের অধীনে এ নির্বাচনকে বাধা দিতে আবারও বিক্ষোভ শুরু করেছে সরকারবিরোধীরা।

(দ্য রিপোর্ট/এসকে/সা/জানুয়ারি ১১, ২০১৪)