কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৫টি যানবাহন ভাঙচুর করেছে বিএনপিকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ সব যানবাহন ভাঙচুর করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া যানবাহন ভাঙচুরের সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, যানবাহন ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিএনপিকর্মীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়ার চিরিঙ্গা স্টেশনে উপজেলা বিএনপি এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৌঁছালে কিছু কর্মী যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময় একটি যাত্রীবাহী বাস, ৩টি সিএনজি ট্যাক্সি ও একটি ইজিবাইক (টমটম) ভাঙচুর করা হয়।

(দ্য রিপোর্ট/এসএম/এমএইচও/এসবি/সা/জানুয়ারি ১১, ২০১৪)