দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ডাচ-বাংলা ব্যাংক একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেছে। শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের এমডি কেএস তাবরীজ অ্যাম্বুলেন্সের চাবি ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের কাছে হস্তান্তর করেন।

ডিএমপি কমিশনার বলেন, ডাচ-বাংলা ব্যাংক হচ্ছে ডিএমপির পরিবার। আমরা পরস্পর পরস্পরকে সহায়তা করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণ। ব্যাংক বৃত্তি প্রদান করে ছাত্র-ছাত্রীদের। আমি বলব বৃত্তি প্রদানের পাশাপাশি গবেষণার কাজে যেন ব্যাংক হাত প্রসারিত করে। ডিএমপির ২৬ হাজার সদস্য ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খুলেছে। তারা সবাই অনলাইনে বেতন উঠাতে পারছে। কনস্টেবলরা ব্যবহার করছে স্মার্টকার্ড। এটি সামনের দিকে এগিয়ে যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত।

অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে কমিশনার বেনজীর আহমেদ বলেন, আমরা গবেষণা করছি ২০২১ সালে ঢাকা মেট্রোপলিটান পুলিশ কেমন হবে? আমরা সে জায়গায় পৌঁছাতে চাই। ২০২১ সালে ঢাকার লোকজন কেমন পুলিশ চায়? তা নিয়ে যে গবেষণা শুরু করা হয়েছে তার ফলাফলের ওপর ভিত্তি করে পুলিশ কাজ করবে। আমরা সে পথে অগ্রসর হওয়ার জন্য এখন থেকেই কাজ শুরু করেছি।

কমিশনার বলেন, আমাদের মানুষ মারার রাজনীতির প্রয়োজন নেই। হিন্দুদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নৈরাজ্যকর। আমাদের সবাইকে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অবসান ঘটাতে হবে দুষ্টু অবস্থার।

এর আগে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করে ব্যাংকের এমডি কেএস তাবরীজ বলেন, ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদের পক্ষে আমরা ডিএমপিকে একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করছি। প্রায় ৫০ লাখ টাকা দামের এ অ্যাম্বুলেন্স পুলিশ সদস্যসহ তাদের পরিবারের যে কেউ অসুস্থ কিংবা আহত হলে দ্রুততার সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, মিলি বিশ্বাস, মারুফ হাসান, ব্যাংকের ডিএমডি মো. সাইয়েদুল হাসান এবং ডিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনইউডি/এপি/সা/জানুয়ারি ১১, ২০১৪)