বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মংলায় জাহাঙ্গীর আলম (৪৩) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বুড়িরগাঙ্গা এলাকা থেকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার করা জাহাঙ্গীর মংলা পৌর জামায়াতের আমির বলে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর আলম পিরোজপুরের ভাণ্ডারিয়ার তেলিখালি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ১১, ২০১৪)