নড়াইল সংবাদদাতা : নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার আসামি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আশরাফুজ্জামানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাছুম আহমদ ভূঞা দ্য রিপোর্টকে জানান, মাইজপাড়া এলাকা থেকে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের বাসিন্দা ও পেড়লী দাখিল মাদরাসার সুপার মাওলানা আশরাফুজ্জামানের বিরুদ্ধে ১১ ডিসেম্বর শহরের ডুমুরতলা এলাকায় অবরোধকালে পুলিশের ওপর হামলা মামলার অন্যতম আসামি।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ১১, ২০১৪)