ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন আর নেই
দ্য রিপোর্ট ডেস্ক : ৮৫ বছর বয়সে মারা গেলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন। মস্তিষ্কে স্ট্রোক করার পর থেকে আট বছর ধরে কোমায় ছিলেন তিনি। খবর বিবিসির।
ইসরায়েলের তেল আবিবের বাইরে সেবা মেডিকেল সেন্টারে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর ব্যাপারটি জানানো হয়েছে।
চিকিৎসকরা গত বৃহস্পতিবারই শ্যারনের অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছিলেন।
২০০১ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেওয়া শ্যারনের কিডনিসহ বেশ কয়েকটি অঙ্গ-প্রত্যঙ্গ অকার্যকর হয়ে গিয়েছিল।
২০০৬ সালে তিনি স্ট্রোক করেন। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগে ২০০৫ সালেও তিনি একটি ছোট স্ট্রোক করেছিলেন।
শ্যারন ইসরায়েলের পক্ষে ১৯৬৭-৭৩ সালের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এ কারণে তিনি অনেক ইসরায়েলির কাছেই বীরযোদ্ধা হিসেবে খ্যাত।
(দ্য রিপোর্ট/এসকে/ এনআই/জানুয়ারি ১১, ২০১৪)