‘আপনারা আফগান বানালে আমরা তালেবান হব’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আপনারা দেশকে আফগান বানালে আমরা তালেবান হব।’
বিরোধী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীকে গ্রেফতার, বিরোধীদলীয় নেত্রীকে অবরুদ্ধ করে রেখে দেশকে এমন (আফগান) তৈরি করলে এ রকম (তালেবান) হওয়া ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
রাজধানীর বিয়াম অডিটরিয়ামে শনিবার অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপের পঞ্চান্নতম পর্বে তিনি এ সব কথা বলেন।
‘বিএনপির পক্ষে যদি লোক সমর্থন থাকত তা হলে লক্ষ লোক তাদের পক্ষে রাস্তায় নামত’ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নীলফামারি-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের এমন প্রশ্নের উত্তরে পার্থ বলেন, আওয়ামী লীগের পক্ষে তো লক্ষ লোক ভোট দিতে যায়নি। আপনারা যেভাবে নির্যাতন, নেতাকর্মীদের গ্রেফতার করছেন, নেত্রীর সঙ্গে দেখা করতে গেলেই গ্রেফতার করছেন। এমন যদি হতেই থাকে, আপনারা যদি দেশকে আফগান তৈরি করেন তা হলে আমাদের তো তালেবান হতেই হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলছেন। অথচ ১৫৩ আসনে ভোটাধিকার কেড়ে নেওয়াটা কী গণতন্ত্র? যে নির্বাচন হয়েছে তাতে কী গণতন্ত্র রক্ষা হয়েছে। নির্বাচনে জালভোট, কারচুপি হয়েছে তা জনগণ দেখেছে।
তিনি বলেন, নৈতিকভাবে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা আন্দোলন করেছি। গণতন্ত্র রক্ষার জন্য আমাদের আন্দোলন চলবেই। যুদ্ধাপরাধীদের বিচারের কারণে তো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন এ তরুণ রাজনীতিবিদ।
ভোটের পর ভারত কর্তৃক বাংলাদেশকে সমর্থন দেওয়ায় পরবর্তী সময়ে ভারত বাংলাদেশকে চাপে রাখার সুযোগ পাবে কিনা দর্শকের এমন প্রশ্নের উত্তরে সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান বলেন, ভারত দেশকে নয়, একটা বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ সুযোগ দিলে হবে, না দিলে হবে না।
আওয়ামী সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের কোনো কম-বেশি হয় না।
আন্দালিভ রহমান পার্থ বলেন, ১৫৩ আসনসহ প্রায় ৮০ ভাগ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরও এ নির্বাচনে ভারতের সমর্থন দেওয়াটা দুঃখজনক।
সংখ্যালঘুদের ওপর অনেক হামলা হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির বিরল কেন? এমন প্রশ্নের জবাবে ‘নিজেরা করি’ সংগঠনের সমন্বয়ক খুশী কবির বলেন, অনেক হামলায় তদন্ত হলেও কোনো বিচার করা হয়নি। আওয়ামী লীগও এ ব্যাপারে উদাসীন। রামুর ঘটনায় আওয়ামী লীগ জড়িত ছিল বলেও জানান তিনি।
এ প্রশ্নের জবাবে আশফাকুর রহমান বলেন, ফায়দা লুটার জন্যই এগুলো করা হচ্ছে। বিচার ব্যবস্থাকে আরও এগিয়ে নিলে সঠিক ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও মত দেন তিনি।
পার্থ বলেন, সরকার এক একটা করে ইস্যু ঠিক করেন। প্রতিটি ইস্যু চলে যাচ্ছে কিন্তু বিচার করা হচ্ছে না।
শিবির-জামায়াতকে শুধু শুধু দোষারোপ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, খারাপ লোক কোনো দলের নয়।
এ ব্যাপারে আসাদুজ্জামান নূর বলেন, আমাদের দেশে বিচারের অবস্থাটা খুবই জটিল। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ারও দাবি করেন এ টিভি ব্যক্তিত্ব।
ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় ও আকবর হোসেনের উপস্থাপনায় ৪৫ মিনিটের এ সংলাপ অনুষ্ঠিত হয়।
(দ্যরিপোর্ট/এসএ/এসবি/সা/জানুয়ারি ১১, ২০১৪)