সিলেটে ইউনিভার্সিটির ছাত্রকে কুপালো দুর্বৃত্তরা
সিলেট অফিস : সিলেট নগরীর নাইওরপুলে চট্টগ্রাম ইউনিভার্সিটির এক ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। নগরীর নাইওরপুলস্থ ফুয়ারার সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম জালাল আহমদ। তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্র।
আহতাবস্থায় সিলেট মেট্রোপলিটন পুলিশের গাড়ি দিয়ে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ুব দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার মজম্মিল আলীর ছেলে জালালকে শনিবার সন্ধ্যায় ৫/৭ জন দুর্বৃত্ত কুপিয়ে পালিয়ে যায়।
(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/ এনআই/জানুয়ারি ১১, ২০১৪)