দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০১১ ও ২০১২ সালের জন্য মনোনীত ১৮ জনের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিএসপিএ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ক্রীড়ার মান উন্নয়ন করতে হলে খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি করতে হবে। ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের মান অর্জনে সকল সুবিধা গ্রহণ করতে হবে। খেলাধুলায় পৃষ্ঠপোষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ক্রীড়ার উন্নয়নে পৃষ্ঠপোষকদের আরও এগিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছর বর্ষসেরা ক্রীড়াবিদদের পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। প্রতি বারের মতো এবারও প্রতিটি ক্রীড়া ক্ষেত্রে সেরাদের হাতে দেয়া হয়েছে পুরস্কার। ২০১১ সালে গলফার সিদ্দিকুর ও ২০১২ সালে ক্রিকেটার তামিম ইকবাল জিতেছেন এসএ মহসিন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এ ছাড়া ২০১১ সালে ফুটবলে জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম, ক্রিকেটে সাকিব আল হাসান, মহিলা ক্রিকেটে সালমা খাতুন, জিমন্যাস্টিকে সাইক সিজার, সংগঠক হিসেবে আ হ ম মোস্তাফা কামাল, পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার জিতেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এ ছাড়া উদিয়মান বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে স্পিকারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ফিদে মাস্টার ফাহাদ রহমান ও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে অ্যাথলেট সাইদুর ররকে। ২০১২ সালের ক্রিরকেটে বর্ষসেরার পুরস্কার নিজ হাতে গ্রহণ করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। হকিতে মামুনুর রহমান চয়ন, দাবায় এনামুল হোসেন রাজীব, কোচ হিসেবে মাহবুব হারুন, উদিয়মান ক্রীড়াবিদ হিসেবে সোহাগ গাজী পুরস্কার জিতেছেন। সংগঠক হিসেবে লুৎফর রহমান বাদল, পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন (পৃষ্ঠপোষক) ও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে রিয়াজ উদ্দিন আল মামুনকে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ১১, ২০১৪)