মুন্সীগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের বাগেস্বর এলাকায় আওয়ামী লীগ নেতার প্রাইভেট কার থেকে শনিবার সন্ধ্যায় খলিল মাঝি (৪৫) নামের যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার এসআই সিদ্ধার্থ দ্য রিপোর্টকে জানান, পুলিশের একটি টিম মুন্সীগঞ্জ-মাকহাটি সড়কের বাগেস্বর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহআলম মল্লিকের প্রাইভেট কার গতিরোধ করে। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খলিল মাঝিকে (৪৫) গ্রেফতার করে।
আসামিকে গ্রেফতারের সময় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহআলম মল্লিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে দ্য রিপোর্টকে জানান তিনি।
তিনি আরও জানান, সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে সদর থানায় হত্যা মামলা রুজু করা হয়। এ মামলায় ২০০৪ সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-৩ এ আসামি খলিল মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে খলিল মাঝি পলাতক ছিল।
(দ্য রিপোর্ট/এমএস/এমএইচও/সা/জানুয়ারি ১১, ২০১৪)