গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের চুলায় আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ শিরিন আক্তার (৫০) শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা গেছেন। নিহত শিরিন উপজেলার উত্তর হিজলতলী গ্রামের মো. রেজাউল করিম খোকনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিরিন শীত থেকে রক্ষা পাওয়ার জন্য জ্বলন্ত গ্যাসের চুলার উপর দাঁড়িয়ে আগুন পোহানোর সময় হঠাৎ তার পেটিকোটে আগুন ধরে যায়। এতে তার পুরো শরীর অগ্নিদগ্ধ হয়। পরে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হলে সেখানেই মারা যান তিনি।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/সা/জানুয়ারি ১১, ২০১৪)