লক্ষ্মীপুর সংবাদদাতা : দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে লক্ষ্মীপুরে কালো পতাকা মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শনিবার বিকেলে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এর আগে অনুষ্ঠিত কালো পতাকা মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অ্যাডভোকেট রতনলাল ভৌমিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- স্বপন চন্দ্র দেবনাথ, জহরলাল ভৌমিক, মিলন মন্ডল, সরোজ পাল, বিধান সাহা, শিমুল সাহা, গৌতম মজুমদার, প্রহ্লাদ সাহা প্রমুখ।

বক্তারা বলেন- সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

(দ্য রিপোর্ট/এমএনইউ/এপি/সা/জানুয়ারি ১১, ২০১৪)