সিরাজগঞ্জে রেলের টিকিট কালোবাজারে
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে ৩টি রেলস্টেশনে ট্রেনের টিকিট এখন কালোবাজারে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে স্টেশনগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য বেড়েছে। এ কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ক্যাপটেন মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ বাজার স্টেশন ও উল্লাপাড়া রেলস্টেশনে দালালচক্রের সদস্যরা ট্রেনের টিকিট বেচাকেনা করছে অবাধে। অনেক সময় কম্পিউটার নষ্ট, টিকিট বিক্রি বন্ধ, কাউন্টারের টিকিট নেই মর্মে গুজব ছড়িয়ে তারা কালোবাজারে টিকিট বিক্রি করছে প্রায় দ্বিগুণ মূল্যে।
নাম প্রকাশে অনিচ্ছুক দালাল চক্রের একাধিক সদস্য বলেন, হরতাল অবরোধের কারণে ট্রেনের টিকিট এখন কালোবাজারে বিক্রি হচ্ছে। স্টেশনে কতিপয় কর্মচারী এই কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে জড়িত। বিশেষ করে ঢাকা, রাজশাহী ও খুলনা যাওয়ার যাত্রীদের জন্য কালোবাজারে টিকিট বিক্রি বেশি হয়ে থাকে। তবে উল্লাপাড়া স্টেশনে এই কালোবাজারে টিকিট বেশি বিক্রি হয়। এদিকে স্টেশনগুলোতে নির্ধারিত টিকিটের মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ মূ্ল্যে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে।
সিরাজগঞ্জ ও ক্যাপটেন মনসুর আলী রেলস্টেশনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদ্বয় কালোবাজারে টিকিট বিক্রি অস্বীকার করেন।
উল্লাপাড়া স্টেশন মাস্টার খাঁন মনিরুল ইসলাম বিষয়টি অস্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, কালোবাজারে টিকিট বিক্রির ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/আরএ/এপি/ এনআই/জানুয়ারি ১১, ২০১৪)