দ্য রিপোর্ট প্রতিবেদক : পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারাদেশে ১৮ দলের রাজপথ-রেলপথ ও নৌপথের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে শনিবার রাত ১০টার দিকে এ ঘোষণা দেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের হাতে এ বিবৃতির কপি পৌঁছে দেন।

এর আগে, রাত ৯টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোম ও মঙ্গলবার ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছিলেন।

ওই সময় তিনি আরো জানান, ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে। তবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার ভোর ৬টার পর থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

(দ্য রিপোর্ট/টিএস/এমএআর/ এনআই/জানুয়ারি ১১, ২০১৪)