রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরীতে প্লাস্টিকের ঝুড়ি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে নগরীর মতিহার থানার কাপাসিয়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘শনিবার রাত পৌনে ৮টার দিকে প্লাস্টিকের ঝুড়ি বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১৪-৩৩৯৭) টমেটো নিতে কুমিল্লা থেকে রাজশাহীর গোদাগাড়ী আসছিলো। পথে রাজশাহী-ঢাকা মহাসড়কের নগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকায় এলে দুর্বৃত্তরা কলার গাছ ফেলে রাস্তা অবরোধ করে। এ সময় চালক ট্রাকটি ঘোরানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা পিছন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। তবে অবরোধ সমর্থকরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম বলেন, ‘প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় তাৎক্ষকিভাবে কোন ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় সম্ভব হয়নি।’ এছাড়া এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমসি/জানুয়ারি ১২, ২০১৪)