দ্য রিপোর্ট ডেস্ক : তিউনিশিয়ার সীমান্ত এলাকার একটি শহরে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে দেশটির আলজেরিয়া সীমান্তের একটি কাস্টমস অফিসে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। খবর গাল্ফ নিউজের।

২০১১ সালে এক বিপ্লবে জাইন আল আবেদিন বেন আলী শাসনের পতনের পর তিউনিশিয়ার ক্ষমতায় আসে ইসলামপন্থীরা। কিন্তু মাসের পর মাস ধরে দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকায় জনবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তারা। এ বছরেই দেশটিতে নির্বাচন সম্পন্ন করার অঙ্গীকার নিয়ে ক্ষমতা গ্রহণ করে প্রধানমন্ত্রী মেহদি জোমার তত্ত্বাবধায়ক সরকার।

বর্তমানে বেশিরভাগ তিউনিশিয়ানই তাদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, চাকরি ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি যানবাহনের ওপর বাড়তি কর আরোপ করার জের ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে দেশটির জনগণ।

দেশটির দক্ষিণের শহরগুলোতে ওই বিক্ষোভ সবচেয়ে বড় আকার ধারণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা টিএপি।

টিএপি জানায়, ক্যাসেরাইন শহরের বিক্ষোভকারী একটি কাস্টমস অফিসে আগুন দিতে চাইলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই এক বিক্ষোভকারী নিহত হয়।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)