বরিশাল সংবাদদাতা : ১৮ দলের ডাকা অবরোধে রবিবার বরিশালের কোথাও পিকেটিং হয়নি। সকাল থেকেই অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। কেবল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী হলে দূরপাল্লার বাস চলাচল করবে বলে জানান বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন। নগরীতে যান চলাচল স্বাভাবিক আছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বীমার কার্যক্রম চলছে।

পুলিশের কড়া নিরাপত্তার কারণে সকাল থেকে কোথাও নগরীতে অবরোধ সমর্থকদের দেখা যায়নি। এ বিষয়ে জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়দুল হক চান বলেন, মামলা ও গ্রেফতার আতঙ্কে কর্মীরা মাঠে নামতে পারছেন না। এ জন্য অবরোধের সমর্থনে কোনো পিকেটিং তারা করতে পারেননি। তিনি আরও জানান, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ শনিবার রাতে ১৮ দলীয় জোটের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সকাল থেকেই রূপাতলীর পাশাপাশি নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ সব রুট থেকে বাস ছেড়েছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে যাত্রীসংখ্যা কম। বিআরটিসি ম্যানেজার (অপারেশন) মো. জামিল হোসেন জানান, তার ইচ্ছা ছিল বরিশাল থেকে ১৭টি রুটেই গাড়ি চালানোর। তবে যাত্রীসংখ্যা কম থাকায় সকাল থেকে ৩টি রুটে গাড়ি ছেড়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বেলা বাড়ার পর ১০টি রুটে বিআরটিসি চলাচল করবে।

নগরীর ব্যবসা-প্রতিষ্ঠান খুলেছে এবং যান চলাচল করছে আগের মতোই।

আইনশৃঙ্খলা রক্ষায় ৪৫০ পুলিশের পাশাপাশি এক প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাবের টহল দল রয়েছে বলে জানান নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম। পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, আন্তঃজেলা বাস চলাচলের ক্ষেত্রে তাদের পুলিশ নিরাপত্তায় রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা নেই অবরোধ উপলক্ষে।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)