বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ৩
বরিশাল সংবাদদাতা : বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল নামক স্থানে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ওসি শাহেদুজ্জামান দ্য রিপোর্টকে জানান, বরিশাল থেকে ভুরঘাটাগামী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা তিনজন আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
(দ্য রিপোর্ট/বিএস/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)