হাজীগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে আগুন
চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের ধড্ডা মালিবাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে একটি ঘর পুড়ে যায়। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রাতে আগুনের লেলিহান শিখা তারা দেখতে পান। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই বাড়ির কালীপদের ছেলে নিরঞ্জনের ঘরটি পুড়ে যায়। এ সময় কেউ হতাহত হননি।
ক্ষতিগ্রস্ত নিরঞ্জন অভিযোগ করে দ্য রিপোর্টকে বলেন, রাতে বাড়ির সব ঘরে পেট্রোল ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই তার ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইয়াছিন অভিযোগ করেন, ধড্ডা এলাকায় এই একটি বাড়িতেই সংখ্যালঘুরা বসবাস করেন। জামায়াত-বিএনপিকর্মী ছাড়া এ কাজ কেউ করতে পারে না।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ মো. শামছুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
সহকারী পুলিশ সুপার আবু হানিফ ও হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম দ্য রিপোর্টকে জানান, সংখ্যালঘুর পরিত্যক্ত একটি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এমবি/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)