নাটোর সংবাদদাতা : মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে নাটোরে ১৮ দলের ডাকা অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রবিবার সকালে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

অবরোধ চলাকালে নাটোর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অবরোধের সমর্থনে শহরের আলাইপুর ও বড়গাছা এলাকায় যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে নেতাকর্মীরা নাটোর-রাজশাহী মহাসড়কে পেট্রোল ঢেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে তারা হাফরাস্তা এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে মহাসড়কে সমাবেশ করে। সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)