পাঁচবিবিতে বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপি অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে দুষ্কৃতকারীরা বিএনপি অফিসে পেট্রোল দিয়ে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে অফিসের আসবাবপত্র ও টিভি পুড়ে গেছে।
পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম দ্য রিপোর্টকে জানান, কে আগুন দিয়েছে জানা যায়নি। তবে আওয়ামী লীগের লোকজনও আগুন দিতে পারে বলে তার ধারণা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, আগুন লাগানোর খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। কারা আগুন লাগিয়েছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে অবরোধের সমর্থনে পাঁচবিবি ও জয়পুরহাটসহ জেলার পাঁচ উপজেলায় মিছিল করেছে ১৮ দল।
(দ্য রিপোর্ট/এএ/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)