মাগুরা সংবাদদাতা : মাগুরা জেলা বিএনপি সভাপতি কবির মুরাদসহ স্থানীয় নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাগুরায় জেলা বিএনপির ডাকে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।

হরতাল চলাকালে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ভোটকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মাগুরা জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুতুব উদ্দিনসহ যুবদল ও ছাত্রদলের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়। তবে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

(দ্য রিপোর্ট/এসআই/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)