লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাছিয়া মোল্লারহাট গ্রামে মো. সালমান শাহ (১৫) নামের স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় নিহতের বাবা ইমাম হোসেন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করে থানা পুলিশ। রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- আলী আহমেদ (৪০), রনি (২৮), তাহের (৪৮) ও হুমায়ুন কবির (৪৫)

নিহত সালমান শাহ মোল্লারহাট গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে এবং উপকূলীয় এল কে এইচ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, নিহত সালমান শাহর বাবা ইমাম হোসেনের সঙ্গে চৌধুরীবাড়ির তসলিম চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার ভোর রাতে তসলিম চৌধুরীসহ তার ভাড়াটে লোকজন ইমাম হোসেনের বাড়ির রাস্তা কেটে দেয়। টের পেয়ে ইমাম হোসেন ও তার ছেলে সালমান শাহ তাদের বাধা দেন। এ সময় রনি, আবু তাহের, তসলিম ও তার লোকজন স্কুলছাত্র সালমান শাহকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বাবা ইমাম হোসেন আহত হন। আহত ইমাম হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফাঁড়ির পুলিশকে পাঠিয়ে চারজনকে আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমআরএস/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)