মন্ত্রিপরিষদ গঠন ও শপথ স্থগিত চেয়ে রিট
দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯০ জন সংসদ সদস্যকে বিজয়ী ঘোষণা এবং মন্ত্রিসভা গঠন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
একইসঙ্গে ২৯০ জন সংসদ সদস্যকে নির্বাচিত করে প্রকাশিত গেজেট ও তাদের শপথ গ্রহণের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রবিবার আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় সংসদ সচিব, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও স্পিকারকে বিবাদী করা হয়েছে।
রিটে ৮ জানুয়ারি ২৯০ জন সংসদ সদস্যের নামে গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-সে মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।
একইসঙ্গে এ রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত প্রকাশিত গেজেট স্থগিত, মন্ত্রিসভার গঠন এবং শপথ স্থগিতের জন্যও প্রার্থনা করা হয়েছে এ রিটে।
আবেদনে বলা হয়েছে, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদ মতে, ‘পূর্ববর্তী সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন সংসদ কার্যাভার গ্রহণ করিতে পারিবে না’। আবার ৬৫(২) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সংসদের সদস্য সংখ্যা হবে ৩০০ জন (মহিলা সদস্যসহ ৩৫০)’। কিন্তু বর্তমানে নবম সংসদসহ মোট সংসদ সদস্য সংখ্যা ৬৩৮ জন। যা সংবিধানের ৬৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
আবেদনে আরও বলা হয়, সংবিধানের ৭১(১) অনুচ্ছেদের মতে, ‘কোনো ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকার সংসদ সদস্য হবেন না।’ কিন্তু বর্তমানে একই ব্যক্তি একই আসনে ৯ম ও ১০ম সংসদের সদস্য এবং একই আসনে দুইজন করে সদস্য। কারণ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী নবম সংসদ ভেঙে দেওয়া হয়নি। কিংবা ৭২(৩) অনুচ্ছেদের মতে নবম সংসদের মেয়াদও শেষ হয়নি। সরকারের উচিত ছিল আরপিও ১৯৭২ এর ৩৯(৪) অনুচ্ছেদ অনুসারে ২৫ জানুয়ারির পর গেজেট প্রকাশ করে শপথ নেওয়া। তা হতে হবে নবম সংসদ ভেঙে দেওয়ার পর।
(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/সা/জানুয়ারি ১২, ২০১৪