দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক সহিংসতায় আহতদের দেখতে রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, আমরা জ্বালাও-পোড়াও আর দেখতে চাই না, শান্তিতে ব্যবসা করতে চাই।

বার্ন ইউনিট থেকে বের হয়ে যাওয়ার সময় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন সাংবাদিকদের বলেন, জীবনে কেউ না পুড়লে বুঝতে পারবে না পোড়ার যন্ত্রণা। বিগত কয়েক মাস ধরে যেসব সহিংস কার্যকলাপ চলছে তার মধ্যে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা সবচেয়ে যন্ত্রণাদায়ক।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলালউদ্দিন। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২৯ জনের প্রত্যেককেই নগদ ১০ হাজার টাকা, কম্বল ও ওষুধ বিতরণ করেন। এ ছাড়া তারা মৃতদের পরিবারপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)