দ্য রিপোর্ট প্রতিবেদক : সুশাসন প্রতিষ্ঠা করা নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

যোগাযোগমন্ত্রী বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। পথে পুষ্প বিছানো এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ।

মন্ত্রী আরো বলেন, নির্বাচনের পর সবারই দৃষ্টি ছিল মন্ত্রিসভা কেমন হবে। নতুন মন্ত্রিসভায় বিতর্কিতরা নেই বললেই চলে। ক্লিন ইমেজ ও দক্ষ লোকদের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আপনি কোন মন্ত্রণালয়ে থাকছেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমি যেখানে আছি সেখানে আমার কিছু কিছু ড্রিম প্রজেক্ট বাস্তবায়নের ব্যাপারে অতৃপ্তি আছে। সে জন্য আমার ব্যক্তিগত ইচ্ছা ও আগ্রহ আছে। এখানে থাকলে কাজটা কনটিনিউ করতে পারব। তবে রাখা না রাখা প্রধানমন্ত্রীর ইচ্ছা।

জাতীয় পার্টির ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারে জাতীয় পার্টির চার/পাঁচজন সদস্য মন্ত্রী হবেন। জাতীয় পার্টি যদি আমার কাছে অপিনিয়ান চায়, তাদের বলব শক্তিশালী একটা বিরোধী দল দরকার। সরকারে থেকে সরকারের সমালোচনা করা যায় না। প্রধানমন্ত্রী তাদেরকে অ্যাকোমোডেট করে সে ক্ষেত্রে আমার কিছু বলার নাই।

রবিবার বিকেলে মন্ত্রিসভার শপথের মাধ্যমে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমডি/এএল/ জানুয়ারি ১২, ২০১৪)