অস্ত্র রপ্তানি করছে ভারত
দিরিপোর্ট২৪ ডেস্ক : প্রথমবারের মতো অস্ত্র রপ্তানি করতে যাচ্ছে ভারত। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীর মধ্য দিয়ে অস্ত্র রপ্তানি করবে দক্ষিণ এশিয়ার দেশটি। খবর চায়না রেডিওর।
সিউলে মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী শুরু হয়েছে। এতে ভারতের প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং কয়েকটি অস্ত্র উৎপাদনকারী সংস্থা নিজেদের তৈরি অস্ত্র ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা ও টেলিযোগাযোগ ব্যবস্থা প্রদর্শন করছে।
ভারতের প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন সংস্থার একজন প্রতিনিধি জানান, ভারতে ৮টি রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও আরো ৩৯টি অস্ত্র উৎপাদন কারখানা আছে।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৯, ২০১৩)