দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের ব্যাংক এবং বিও হিসেবে লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি। কোম্পানি দুইটি হচ্ছে গোল্ডেন হার্ভেস্ট এবং আফতাব অটোমোবাইলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য গোল্ডেন হার্ভেস্টের পূর্ব ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশের টাকা বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে গত ৯ জানুয়ারি পাঠানো হয়েছে। এ ছাড়া একই অর্থবছরের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস শেয়ার গত ২৯ ডিসেম্বর বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠানো হয়েছে।

২০১৩ সালের ৩১ আগস্ট শেষ হওয়া অর্থবছরের জন্য আফতাব অটোর ঘোষিত ১২ শতাংশ বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠানো হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ১২, ২০১৪)