প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন ব্যবসায়ী নেতারা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : এফবিসিসিআই’র শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিতে গণভবনে যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তারা গণভবন যাচ্ছেন বলে দিরিপোর্ট২৪.কমকে জানিয়েছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ।
জানা গেছে, সংগঠনটির সভাপতি কাজী আকরামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধামন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের আলোচনার সময় নির্ধারণের জন্য যাচ্ছেন।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, `আজ আমরা যাচ্ছি সময় নিতে। যদি প্রধানমন্ত্রী আজকে সময় দেন তাহলে আজকেই আলোচনায় বসব। না হলে আগামীকাল আলোচনা হতে পারে।’
উল্লেখ্য, মঙ্গলবার দিনের প্রথমার্ধে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির নেতারা জরুরী বৈঠকে বসেন। সেখানে সব দলের অংশগ্রহণে যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে বৃহৎ দুই রাজনৈতিক দল ও জোট নেতাদের প্রতি আহ্বান জানানোর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। তাদের এই উদ্যোগ শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে।
এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করা হবে।
(দিরিপোর্ট২৪/বাহরাম/ এমডি/ অক্টোবর ২৯, ২০১৩)