দ্য রিপোর্ট প্রতিবেদক : মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন নতুন মন্ত্রিসভার সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মেহের আফরোজ চুমকি, আ হ ম কামাল ও সাইফুজ্জামান জাভেদ।

প্রতিক্রিয়ায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব।’

মেহের আফরোজ চুমকি বলেন, ‘সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা সব চ্যালেঞ্জে সফল হব আশা করি।’

আ হ ম কামাল বলেন, ‘আমি খুব খুশি। নেত্রীকে ধন্যবাদ। দায়িত্ব নিয়ে কাজ করব।’

আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে নিজের প্রতিক্রিয়ায় সাইফুজ্জামান জাভেদ বলেন, ‘ভাল করে কাজ করার শপথ নিয়েছি। কাজ করব ইনশাল্লাহ।’

এদিকে নতুন মন্ত্রিসভা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, ‘জাতীয় পার্টির অবস্থান নিয়ে জনগণের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে।’ গণতান্ত্রিক সরকারে সবার সমালোচনা সহ্য করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল আমিন বলেন, ‘আমরা প্রথমবার সরকার ও বিরোধী দলে থাকছি। এ নিয়ে জনগণের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তবে আগামী দিনে তা থাকবে না।’

(দ্য রির্পোট/বিকে/এএইচএস/এনডিএস/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)