পরিশোধিত মূলধন বাড়াতে ব্যর্থ ৪ আর্থিক প্রতিষ্ঠান
আমজাদ হোসেন, দ্য রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত করতে পারছে না ৪ আর্থিক প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, হজ্ব ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড। সময়সীমা আরও বাড়ানোর আবেদন জানিয়ে সম্প্রতি এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে মাইডাস, জিএসপি ও বিআইএফসি শেয়ারবাজারে তালিকাভুক্ত।
জানা গেছে, আর্থিক ভিত্তি মজবুত করতে ২০১৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধিত মূলধন ১০০ কোটি পর্যন্ত বাড়াতে চার প্রতিষ্ঠানকে পৃথকভাবে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু নির্ধারিত সময়ে মূলধন বাড়ানোর অপারগতা জানিয়ে সময় বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন জানায় প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া চিঠিতে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। পুঁজিবাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর অনুমোদন দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে এটি এখনই কার্যকর করা সম্ভব নয়। তাই এই সময়সীমা বাড়ানোর আবেদন করছি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র ও নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান দ্য রিপোর্টকে বলেন, সময় বাড়াতে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। ঠিক কী কারণে নির্ধারিত সময়ের মধ্য প্রতিষ্ঠানগুলো পরিশোধিত মূলধন বাড়াতে পারছে না তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে মাইডাস ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আজম ব্যস্ততার অজুহাতে কথা বলতে রাজি হননি।
আর জিএসপি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার তামিজ ও হজ্ব ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আসিফুল করিমের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তারা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস, জিএসপি ও বিআইএফসির পরিশোধিত মূলধন যথাক্রমে ৬০ কোটি, ৬০ কোটি ৩ লাখ এবং ৬৩ কোটি ৯০ লাখ টাকা।
২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকে (জুলাই’-সেপ্টেম্ববর’১৩) মাইডাস ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান ০.৬২ টাকা। একই সময়ে জিএসপি ফাইন্যান্সের ইপিএস দাঁড়িয়েছে ০.৩৩ টাকা। আর বিআইএফসির ইপিএস ১.০৮ টাকা।
রবিবার দিনশেষে মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর ৩৪.৩ টাকায় স্থির হয়। আর জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর স্থির হয় ২৯.৬ টাকায়। এ ছাড়া বিআইএফসির শেয়ার সর্বশেষ ১৭.৩ টাকায় লেনদেন হয়।
(দ্য রিপোর্ট/এএইচ/ডব্লিউএন/সা/জানুয়ারি ১২, ২০১৪)