১২ জানুয়ারির টপটেন গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ জানুয়ারি দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আর্থিক খাতের ডেল্টা ব্রাক হাউজিং(ডিবিএইচ)। এ দিন এ কোম্পানির শেয়ার দর ৯.৭৩ শতাংশ বা ৫.৯ টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে ন্যাশনাল টিউবসের শেয়ার দর বেড়েছে ৯.২৬ শতাংশ বা ৮.২ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৯ শতাংশ বা ১.৮ টাকা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৮.৪০ শতাংশ বা ৩.৭ টাকা, প্রগতি লাইফের ৮.২৮ শতাংশ বা ১২.৮ টাকা, ন্যাশনাল পলিমারের ৭.৫৭ শতাংশ বা ৪.৪ টাকা, এপেক্স ট্যানারির ৬.৪৯ শতাংশ বা ৯.১ টাকা, এপেক্স এডেলকির ৩০.৪ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৮৯ শতাংশ বা ৪.৫ টাকা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৫.৭৩ শতাংশ বা ৯.২ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ১২, ২০১৪)