১২ জানুয়ারির লুজার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) ১২ জানুয়ারি দর কমার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আরামিট সিমেন্ট। এ দিন এ শেয়ারের দর কমেছে ৩৬.০৬ শতাংশ বা ৩৩ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে রংপুর ফাউন্ড্রির শেয়ার দর কমেছে ৩.৩১ শতাংশ বা ৩.৫ টাকা, যমুনা ব্যাংকের শেয়ার দর কমেছে ৩.০৬ শতাংশ বা ০.৫ টাকা, ব্যাংক এশিয়ার ২.৯১ শতাংশ বা ০.৬ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২.৯০ শতাংশ বা ১.৬ টাকা, সমতা লেদারের ২.৮৪ শতাংশ বা ০.৮ টাকা, গোল্ডেন সনের ২.৭৮ শতাংশ বা ১.৯ টাকা, আর্গন ডেনিমসের ২.৭২ শতাংশ বা ২.২ টাকা, বিচ হ্যাচারির ২.৫৮ শতাংশ বা ০.৮ টাকা এবং ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর কমেছে ২.৩৫ শতাংশ বা ০.৫ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ১২, ২০১৪)