দ্য রিপোর্ট ডেস্ক : ভারতে যৌন হয়রানি ঠেকাতে নারীদের জন্য হাতবন্দুকের ডিজাইন ও নামকরণ সম্পন্ন হয়েছে। ২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে গ্যাং-রেপের শিকার হওয়া ‘নির্ভয়া’র (ছদ্মনাম) স্মরণে এর নাম রাখা হয়েছে ‘নির্ভীক’। খবর এনডিটিভির।

০.৩২ কেলিব্রি ওজনের রিভলবারটি তৈরি করেছে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান অর্ডনেন্স ফ্যাক্টরি (আইওএফ)। হালকা ওজনের এ রিভলবারটি নারীরা হাতব্যাগ বা পার্সে বহন করতে পারবে।

আইওএফ জানায়, টিটেনিয়ামের সংমিশ্রণে তৈরি ছয়টি বুলেট ধারণ ক্ষমতাসম্পন্ন ওই রিভলবারের জন্য ইতোমেধ্যে তারা ২০টি অর্ডার পেয়েছে। এ মাসের প্রথমদিকে তৈরির কাজ শুরু করা এ রিভলবারের পেছনে এ পর্যন্ত খরচ হয়েছে এক লাখ ২২ হাজার ৩৬০ রুপি (১,৯৭৬ ইউএস ডলার)।

এ রিভলবারটি ইতোমধ্যে ভারতীয় নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আইওএফের জেনারেল ম্যানেজার আব্দুল হামিদ বলেন, ‘বুকিং দানকারীদের মধ্যে ৮০ শতাংশই নারী।’ অর্ডারের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

সম্প্রতি ভারতে নারীদের প্রতি যৌন আক্রমণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন আইন ও ব্যবস্থা নিয়েও তা কমাতে ব্যর্থ হচ্ছে সরকার। এ জন্য এবার যৌন হয়রানি ঠেকাতে নারীদের হাতে বন্দুক তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছে তারা।

তবে এ পদ্ধতির সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের মতে, নারীদের হাতে রিভলবার তুলে দিয়েই সহিংসতা ঠেকানো যাবে না। বরং এটা সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

(দ্য রিপোর্ট/এসকে/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)