নাসির-ফরহাদ জুটিতে প্রথম দিন উত্তরাঞ্চলের
দ্য রিপোর্ট প্রতিবেদক : নাসির হোসেন ও ফরহাদ রেজার সপ্তম উইকেট জুটিতে করা ১৪১ রানে প্রথমদিনেই ঝলক দেখিয়েছে বিসিবি উত্তরাঞ্চল। মুশফিকুর রহিমের দল শেষপর্যন্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ৩৩১ রান।
নাসির একাই করেছেন ৯৯ রান। আর ফরহাদ রেজার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৭৬ রান। ২ জনের পাশাপাশি ৭৬ রান করেছেন ফরহাদ হোসেন। ৩ জনের দুর্দান্ত ব্যাটিংয়ে উত্তরাঞ্চলও মজবুত স্কোর গড়েছে। বিসিএলের বোনাস পয়েন্ট অনুযায়ী ১১০ ওভারের মধ্যে যদি কোনো দল ৩০০-৩৪৯ রান করে তাহলে ৩ পয়েন্ট বোনাস মিলবে। সেই বোনাস পয়েন্ট পেয়েছে উত্তরাঞ্চল। তবে প্রতিপক্ষ দলটিও ২ বোনাস পয়েন্ট পেয়েছে। ১১০ ওভারের মধ্যে ৬-৮ উইকেট নিতে পারলে ২ বোনাস পয়েন্ট মিলবে। প্রথমদিনেই ২ দল বোনাস পয়েন্ট পুঁজি করেছে।
৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রবিউল ইসলাম শিপলু। এছাড়া ২ উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোর :
বিসিবি উত্তরাঞ্চল প্রথম ইনিংস : ৩৩১/৮; ৯০ ওভার (নাসির ৯৯, ফরহাদ ৭৬, রেজা ৭৬*; শিপলু ৩/৩৫, রাজ্জাক ২/৮৬)।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)