দ্য রিপোর্ট ডেস্ক : আগামী লোকসভা নির্বাচনে অ্যামেথিতে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির (এএপি) কুমার বিশ্বাস বলেন, ‘লোকে আমাকে জোকার বলে, রাহুল গান্ধীর সঙ্গে প্রতিযোগিতার ব্যাপারে প্রশ্ন তোলে। জোকার তো ভাল লোক। জোকার দেশকে বিক্রি করবে না।’ ভারতের উত্তর প্রদেশের অ্যামেথিতে রবিবার এক র‌্যালিতে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।

কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি দলিতের বাড়িতে ডিনার করতে যাব না এবং তা সম্প্রচার করতে টেলিভিশনকর্মীদেরও ডাকব না।’

এএপি’র পক্ষ থেকে কুমারকে এখনও প্রার্থী হিসেবে ঘোষণা না দিলেও তিনি নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন।

র‌্যালিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও সমালোচনা করেন কুমার। সোনিয়াকে তিনি ‘মহারানী’ বলে সম্বোধন করেন।

গত বছর যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেওয়া সোনিয়াকে কটাক্ষ করে কুমার বলেন, ‘সোনিয়াজি, আপনি যদি আমাদের দেশের ডাক্তারদের বিশ্বাস করতে না পারেন, তাহলে আমি কীভাবে বিশ্বাস করব আপনার ছেলে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে?’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যুদ্ধ করতে চাই না। আমরা চ্যালেঞ্জ নিয়েছি। জীবিত অথবা মৃত- আমরা অ্যামেথি ছাড়ব না।’

এদিকে কুমার বিশ্বাসের এ র‌্যালিকে পাত্তা দিচ্ছে না কংগ্রেস। দলটির সদস্য রাজিব শুক্লা বলেন, ‘গান্ধী পরিবার অ্যামেথির জনগণকে যে সেবা দিয়েছে, তাতে ওখানে অন্য কেউ এসে মানিয়ে নিতে পারবে না।’

(দ্য রিপোর্ট/এসকে/এনআই/জানুয়ারি ১২, ২০১৪)