নিউজিল্যান্ডে ভারতের টার্গেট বিশ্বকাপ!
দ্য রিপোর্ট ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি এই প্রথম দল নিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ড। সেখানে তারা খেলবেন ৫টি ওয়ানডে এবং ২টি টেস্ট। এই সফরকে গুরুত্বপূর্ণ মানছেন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ড সফরকে ২০১৫ সালে বিশ্বকাপের প্রস্তুতি বলেই মানছেন ধোনি৷ নিউজিল্যান্ড উড়ে যাওয়ার আগে ধোনি বলেছেন, ‘যদি অভিজ্ঞতার কথাই বলেন, তা হলে বলব, এই সফর আমাদের অভিজ্ঞতা বাড়াবে৷ পরের বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে৷ তাই এই সফরে সব ক্রিকেটারই উইকেট সম্পর্কে একটা ধারণা পাবে৷'
দক্ষিণ আফ্রিকা সফরের দুঃখ-কষ্ট ভুলে যেতে চান ধোনি। বরং ভাবছেন শুধুই নিউজিল্যান্ড নিয়ে। তাই তার সাফ কথা, ‘আমি যখন প্রথম নিউজিল্যান্ড সফরে গিয়েছিলাম তখন ফিল্ডিং পজিশন নিয়ে ভীষণই বিভ্রান্ত হয়ে পড়ি৷ কারণ ওখানকার মাঠগুলো অদ্ভুত৷ আমরা ফাইন লেগকে পিছিয়ে রেখেছিলাম৷ কিন্তু উইকেট কিপারের জায়গা থেকে সেটাকে স্কোয়ার লেগের মতো দেখতে লাগছিল৷ তাই বলছি, এ সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে৷ সব মিলিয়ে এই নিউজিল্যান্ড সফরটা সবার জন্যই ভালো অভিজ্ঞতা হবে বলে আশা করছি৷'
ক্রিকেটের নীতি-নিধারক আইসিসির নতুন নিয়মে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচগুলো হাই স্কোরিং এবং উত্তেজক হবে বলেও ভবিষ্যদ্বাণী টিম ইন্ডিয়ার অধিনায়কের৷ বলেছেন, ‘নিউজিল্যান্ডের মাঠগুলো একেক জায়গায় একেক রকম৷ আমার মনে হচ্ছে নতুন নিয়মের পর ম্যাচগুলো হাই স্কোরিং হবে৷ এর আগে আমরা কিন্তু নিউজিল্যান্ডে পুরোনো নিয়মেই খেলেছিলাম৷ নতুন নিয়মে কয়েকটা ম্যাচ হয়ত হাই স্কোরিং হবে৷ তবে এটাও ঠিক বড় রানের ম্যাচ অন্য কতগুলো ব্যাপারের ওপরও নির্ভর করে৷'
নিউজিল্যান্ডের উইকেট নিয়ে আলাদাভাবে কথা বলেছেন ধোনি; তার ভাষায়, ‘দেখতে হবে আমরা কী ধরনের উইকেটে খেলছি৷ যদি উইকেট পাটা হয়, মাঠ ছোট হয়, ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করে, ভালো পার্টনারশিপ হয়৷ তা হলে আপনারা অনেকগুলো বড় রানের ম্যাচ দেখতে পাবেন৷'
প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন ধোনি, 'ওদের দলে অনেক প্রতিভা আছে৷ নতুন ক্রিকেটাররাও দারুণ খেলছে৷ সবচেয়ে বড় কথা ওরা নিজেদের চেনা পরিবেশে খেলবে৷ এটা একটা ভালো সিরিজ হবে৷ আশা করছি আমরা সেরাটা দিয়েই খেলতে পারব৷’
ভারত অধিনায়ক মহেন্দ সিং ধোনির বিশ্বাস তার দল নিউজিল্যান্ডে ভালো ফল বয়ে আনবে। দক্ষিণ আফ্রিকা সফরের বেদনা কাটিয়ে ওঠবে। সেই কথাই ব্যক্ত করে ধোনি বলেছেন, ‘দারুণ কিছু করতে চাই সফরে।’
(দ্য রিপোর্ট/এএস/সা/জানুয়ারি ১২, ২০১৪)