চবির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, হল বন্ধ
চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংঘর্ষের আশঙ্কায় শাহ আমানত হল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ারুল আজিম আরিফ রবিবার রাত ৯টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিনের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন- সহকারী প্রক্টর তৌহিদুল ইসলাম এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন।
এ ছাড়া শাহ আমানত হল দখল করা নিয়ে সংঘর্ষ হওয়ায় হলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
(দ্য রিপোর্ট/আরপি/এসকে/জানুয়ারি ১২, ২০১৪)