দ্য রিপোর্ট ডেস্ক : পোপ ফ্রান্সিস নতুন ১৯ জন কার্ডিনালের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে অর্ধেকই ইউরোপের বাইরের।

ইতালি, জার্মানি, ব্রিটেন, নিকারাগুয়া, কানাডা, আইভরিকোস্ট, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, চিলি, বারকিনা ফাসো, ফিলিপাইন ও হাইতি থেকে এ সব কার্ডিনালদের নির্বাচিত করা হয়েছে।

ক্যাথলিক চার্চের ওপর প্রায় ৫০টি বই লিখেছেন এবং গত মাসে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকার গ্রহণকারী আঁন্দ্রে টরনেলি বলেছেন, এবারের নির্বাচনে পৃথিবীর দক্ষিণ অংশই জয়ী।

ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়া থেকেই এবার বেশিরভাগ কার্ডিনাল নির্বাচিত হয়েছেন।

ফ্রান্সিসও ল্যাটিন আমেরিকার প্রথম এবং ১ হাজার ৩০০ বছরের মধ্যে প্রথম ইউরোপের বাইরে থেকে নির্বাচিত পোপ।

উল্লেখ্য, কার্ডিনালরাই ভ্যাটিকান এবং তার বাইরে পোপের সবচেয়ে কাছের পরামর্শদাতা। সূত্র : রয়টার্স।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)