দ্য রিপোর্ট প্রতিবেদক : সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা। শুদ্ধস্বরে ও উচ্চারণে গান পরিবেশন করতে হলে তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। কথার সঙ্গে মিউজিক যথাযথ ব্যবহার গানের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়।

এ সব বিষয়ে নিজেকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে অস্ট্রেলিয়ায় সঙ্গীত বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছেন ‘ডি-রকস্টার’ শুভ। সোমবার রাতে দ্য রিপোর্টকে শুভ বলেন, ‘ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনিতে স্যাক্সোফোন আর কণ্ঠসঙ্গীতের ওপর পড়াশোনা করতে যাচ্ছি।’

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় সিডনিতে যাবেন তিনি। দেশ ছাড়ার আগে ‘অনেক স্বপ্ন’ নামে শুভ তার তৃতীয় অ্যালবাম প্রকাশ করবেন। জি-সিরিজ থেকে ১৫ জানুয়ারি অ্যালবামটি বাজারে আসবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)